শাজাহানপুরে বাসি মাংসে রক্ত মিশিয়ে বিক্রি,ব্যবসায়ীর জরিমানা

মোঃ আব্দুল হান্নান প্রকাশিত: ২০ এপ্রিল , ২০২৫ ১৩:৩৯ আপডেট: ২০ এপ্রিল , ২০২৫ ১৩:৩৯ পিএম
শাজাহানপুরে বাসি মাংসে রক্ত মিশিয়ে বিক্রি,ব্যবসায়ীর জরিমানা
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের দুবলাগাড়ী হাটে গরুর বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির অপরাধে বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের দুবলাগাড়ী হাটে গরুর বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির অপরাধে বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ২টায় উপজেলা দুবলাগাড়ী হাটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম।

মাংস বিক্রেতা বেলাল হোসেন (৪৫) উপজেলার চোপিনগর ইউনিয়নের বিহিগ্রামের মৃত আবুল হোসেন ছেলে। তিনি দুবলাগাড়ী হাটে দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করেন।

অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে দুবলাগাড়ী হাটে মাংসে রক্ত মিশিয়ে বিক্রির সময় হাতে নাতে ধৃত হন। অভিযুক্ত মাংস ব্যবসায়ী বেলাল হোসেন মাংসে রক্ত মিশিয়ে বিক্রির অপরাধ উপস্থিত সাক্ষীগণের সামনে দোষ স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের দুই হাজার টাকা অর্থদণ্ড এবং তাকে পরবর্তীতে বেআইনি ভাবে এরূপ কাজ হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম,এটা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। রঙ লাল ও তাজা দেখাতে রক্ত মিশিয়ে মাংস বিক্রি করা হচ্ছিল যা মানবদেহের জন্য ক্ষতিকর। তিনি কোথাও এ ধরনের মাংস বিক্রি করতে দেখলে ক্রেতাদের প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo