চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা বিএনপির উৎসবমূখর পরিবেশে এক বর্ণাট্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা বিএনপির উৎসবমূখর পরিবেশে এক বর্ণাট্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার)দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে বটতলী স্টেশনস্থ পেট্রোল পাম্পের সামনে হয়ে মহাসড়ক যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আছহাব উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালি নিয়ে উপজেলা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় যুক্তরাষ্ট্র ভার্জিনিয়া বিএনপির সহ সভাপতি খালেদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা নাজিম উদ্দীনসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা জানান, বিজয় একটি দিনের অর্জন নয় এটি চলমান প্রক্রিয়া। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ কোনো বিশেষ দলের নেতৃত্বে হয়নি। এদেশের আপামর জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণপন লড়াই এর মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তাই ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় পেয়েছি। গত ৫আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারি সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি। দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। বক্তারা আরও জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে বার বার ব্যর্থ রাষ্ট্র ও বাংলাদেশের অর্জনকে নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত থাকে। ভারতে বসে বাংলাদেশের জন্য ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।