রাজবাড়ীর পাংশায় জুতা চুরির অভিযোগে এক শিশুর গলায় জুতার মালা পড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম শনিবার (১৯ জুলাই) ফেসববুকে ভাইরাল হয়েছে। এতে নিন্দার ঝড় উঠেছে। শিশুটির বাড়ি কালুখালীর সাওরাইল ইউনিয়নে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পাংশা শহরের অনুপ দত্ত নিউ মার্কেট ২য় তলায় মোঃ শাহজাহান আলীর পি, কে সুজে এ ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা বলেন, একটি ১১-১২ বছরের শিশু জুতা চুরি করছিল। এসময় ওই জুতাই তার গলায় দিয়ে ছবি তোলে। আমি বলেছিলাম এ শিশুকে এভাবে জুতার মালা দেওয়া ঠিক নয়। পরে তাকে ছেড়ে দেয়। ব্যবসায়ীরা বলেন, দোকানের বাইরে থেকে জুতা নেয়ার সময় পাশের দোকানের একজন দেখে ফেলায় তাকে হাতেনাতে ধরে ফেলে। দোকানদারের দাবি ইতিপূর্বেও সে চুরি করেছে। তবে তিনি জুতার মালা পরিয়ে কোন ছবি তোলেননি। পার্শ্ববর্তী দোকানদার সিজান ছবি তুলে ফেসবুকে ছেড়েছে। পি,কে সুজের মালিক মোঃ শাহজাহান আলীর ছেলে আসাদুজ্জামান শামীম বলেন, বিষয়টি নিয়ে বণিক সমিতির নেতারা কিছু বলতে নিষেধ করেছেন। তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। তবে এ ঘটনাটি বৃহস্পতিবারের বলে স্বীকার করেন।
পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন, শিশুর গলায় জুতার মালা পরিয়ে একটি ছবি ফেসবুকে ছাড়া হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। রবিবার আমরা বসবো। জানার পর ব্যবস্থা নেওয়া হবে। পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাতি বাহারাম সরদার বলেন, এ রকম কোন ঘটনা ঘটেনি।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।