বোরহানউদ্দিনে নিখোঁজের ১ দিন পর বাগানে মিললো শিশুর লাশ

গোলাম মাহামুদ শাওন প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:০৪ আপডেট: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:০৪ পিএম
বোরহানউদ্দিনে নিখোঁজের ১ দিন পর বাগানে মিললো শিশুর লাশ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে নিখোঁজের একদিন পর মমিন (৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে নিখোঁজের একদিন পর মমিন (৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় পার্শ্ববর্তী নাসির ঢালীর বাগানে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মমিনের লাশ উদ্ধার করে। মমিন বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ঢালী বাড়ির মহিউদ্দিনের ছেলে। এ বিষয়ে মমিনের নানি জানান,বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুর থেকে মমিন নিখোঁজ ছিল। খেলা করতে যাচ্ছে বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। আমরা অনেক খোঁজা খুঁজি করেছি, মাইকিং ও করিয়েছি।পরে আজ সকাল ৭ টায় আমাদের পার্শ্ববর্তী একজন প্রকৃতির  কাজ সারতে নাছির ঢালীর বাগানের দিকে গেলে লাশ দেখে চিৎকার দেয়। এ বিষয়ে দেউলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ ফয়েজ উল্লাহ জানান,গতকাল থেকেই নিখোঁজ ছিলেন, আজ সকালে স্থানীয়রা লাশ দেখে চিৎকার দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরোও খবর

Logo