যেখানে ট্রাফিক পুলিশ থাকবে না সেখানে বিএনসিসি দায়িত্ব পালন করবে

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৩ আগস্ট , ২০২৪ ১৫:৩৮ আপডেট: ১৩ আগস্ট , ২০২৪ ১৫:৩৮ পিএম
যেখানে ট্রাফিক পুলিশ থাকবে না সেখানে বিএনসিসি দায়িত্ব পালন করবে
তাদের সাথে শিক্ষার্থীদের এ কাজে সহযোগিতা করতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান ট্রাফিক পুলিশ কাজে যোগ দিয়েছেন। একারণে আজকে দুপুরের পরে আমাদের আর এ দায়িত্ব পালন করতে হবে না। বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম জানান, যে জায়গায় ট্রাফিক পুলিশ থাকবে না, সেখানে বিএনসিসি, ক্যাডেটের সদস্যরা দায়িত্ব পালন করবে।

আইন শৃঙ্খলা রক্ষায় যশোর জেলায় পুলিশ বাহিনী কাজ শুরু করেছে। পুলিশ ক্যাম্প গুলো সচল করা হয়েছে। রাস্তায় বিশৃঙ্খলা রক্ষার্থে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।

তাদের সাথে শিক্ষার্থীদের এ কাজে সহযোগিতা করতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান ট্রাফিক পুলিশ কাজে যোগ দিয়েছেন। একারণে আজকে দুপুরের পরে আমাদের আর এ দায়িত্ব পালন করতে হবে না। বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম জানান, যে জায়গায় ট্রাফিক পুলিশ থাকবে না, সেখানে বিএনসিসি, ক্যাডেটের সদস্যরা দায়িত্ব পালন করবে।

এক সপ্তাহ পর সারা দেশের ন্যায় যশোরে সোমবার থেকে পুলিশ দায়িত্বপালন শুরু করেছে। ঈদগাহ’র মোড়ে কথা হয় ট্রাফিকের সহকারী সার্জেন্ট মাহাবুব আলমের সাথে। তিনি বলেন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে। শহরের সব জায়গায়  ডিউটিতে আছে। পরিস্থিতি ভালো আছে। ট্রাফিক কনস্টেবল ফারুকুজ্জামান বলেন, আমরা ডিউটিতে আছি। সাথে শিক্ষার্থীরা আছে। উভয় সমন্বয় করে ভালো ভাবে দায়িত্বপালন করছি।

ক্যাডেটের আন্ডার অফিসার পূর্বা রহমান বলেন, প্রশাসন ও জনসাধারণের সাথে কাজ করতে সমস্যা হয়নি। আমরা শহরে মানুষের চলাচলের বিশৃঙ্খলা রক্ষায় কাজ করতে গিয়ে সকলের সহযোগিতা পেয়েছি। বিএনসিসির সদস্য হেদায়েত হোসেন নাসিম জানান, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে আমার নতুন অভিজ্ঞতা হলো। আমরা শিখলাম কিভাবে চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা আনা যায়। একই কথা জানান তামিম তাহসিন নামে আরেক বিএনসিসির সদস্য।

দুপুরে শহরে ঘুরে বিএনসিসি, ক্যাডেটের দায়িত্ব পালন পর্যাবেক্ষণ করেন  বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম ও ব্যাটালিয়ন কমান্ডার প্রফেসর আব্দুর রহিম।এসময়  বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ না থাকায় থাকায় বিএনসিসি সদস্যদের দায়িত্ব পালন করতে দেয়া হয়। ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে।

এখন এরা আর দায়িত্ব পালন করবে না। তবে যে সব জায়গায় পুলিশ থাকবে না, সেসব জায়গায় বিএনসিসি দায়িত্ব পালন করবে।এদিকে জেলা সব থানায় ও ক্যাম্প গুলোতে সকাল থেকে পুলিশ সদস্য কাজে যোগদান করেছে। আগের মতো তারা দায়িত্ব পালন শুরু করেছে। মানুষের আইন শৃঙ্খলায় রক্ষায় কাজ করছে বলেন জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অ্যাপস) বেলাল হোসাইন।

এই বিভাগের আরোও খবর

Logo