যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিহাতীতে ফ্রি মেডিকেল ক্যাম্প।

মোঃ মহসিন হোসেন প্রকাশিত: ২৭ অক্টোবর , ২০২৪ ১৭:১২ আপডেট: ২৭ অক্টোবর , ২০২৪ ১১:১২ এএম
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিহাতীতে ফ্রি মেডিকেল ক্যাম্প।
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

টাঙ্গাইলের কালিহাতীতে  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (২৭ অক্টোবর) সকাল ১১টায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। কালিহাতী উপজেলা মুক্তমঞ্চে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কালিহাতী উপজেলা যুবদল, পৌর যুবদল ও এলেঙ্গা পৌর যুবদল।উপজেলা যুবদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসমত আলী রেজার সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন - কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সহ সভাপত মো. মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিঃ শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু।দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। পাঁচ শতাধিক মানুষকে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ সময় ফ্রি চিকিৎস্যাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

এই বিভাগের আরোও খবর

Logo