যশোর ৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ সমাপনী

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী , ২০২৪ ০৭:৩১ আপডেট: ৮ ফেব্রুয়ারী , ২০২৪ ০৭:৩১ এএম
যশোর ৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ সমাপনী
যশোর ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা বুধবার শেষ হয়েছে। এ উপলক্ষে জিলা স্কুল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়।

যশোর ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা বুধবার শেষ হয়েছে। এ উপলক্ষে জিলা স্কুল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম এম কলেজের সহাকরী অধ্যাপক শাহাদত হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন প্রমুখ। পরিচালনা করেন সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।অষ্টম বিজ্ঞান অলিম্পিয়ার্ড সিনিয়র গ্রুপে প্রথম নতুন হাট পাবলিক কলেজের দ্বাদশের ছাত্র শাহেদ উদ্দীন, ২য় ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশের ছাত্র তানভীর ইসলাম, ৩য়  আব্দুল রাজ্জাক কলেজের দ্বাদশের ছাত্রী নয়নীকা বিশ^াস, চতুর্থ ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশের ছাত্র আসহাব উদ্দীন হাসিব, চতুর্থ ও পঞ্চম হয়েছে নতুন হাট পাবলিক কলেজের দ্বাদশের ছাত্র হুসাইন মোঃ এজাজ। অষ্টম বিজ্ঞান অলিম্পিয়ার্ড জুনিয়র  গ্রুপে প্রথম দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র মিনহাজুল আবেদীন, ২য় যশোর জিরা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র মইনুদ্দিন আল মাস লাবিব, ৩য় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সঞ্চারী দাশ, ৪র্থ দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র  কাজী মেহেদীূ হাসান, ৫ম পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তাসনিম রহমান ফেরা।

প্রকল্প জুনিয়র গ্রুপে প্রথম যশোর জিলা স্কুল, ২য় কালেক্টরেট স্কুল,তয় হয়েছে এমএসটিপি গার্লসন স্কুল। সিনিয়র গ্রুপে প্রথম  যশোর পলিটেকনিক ইন্সটিটিউট, ২য় যশোর ক্যান্টমেন্ট কলেজ  ও ৩য় হয়েছে আব্দুর রাজ্জাক কলেজ। বিশেষ গ্রুপে প্রথম  শেখ নাঈম হাসান, ২য় জেসিবি সায়েন্স ক্লাব । বিজ্ঞান কুইজে প্রথম দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, ২য় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ও ৩য় যশোর জিলা স্কুল। 

এই বিভাগের আরোও খবর

Logo