যশোর সদর উপজেলার তালবাড়ীয় ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৪ এপ্রিল , ২০২৪ ১২:১৪ আপডেট: ২৪ এপ্রিল , ২০২৪ ১২:১৪ পিএম
যশোর সদর উপজেলার তালবাড়ীয় ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন
যশোর সদর উপজেলার তালবাড়ীয় ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। নির্বানে সোহেল রানা ও চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন প্যানেল জয়লাভ করেছে।

যশোর সদর উপজেলার তালবাড়ীয় ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। নির্বানে সোহেল রানা ও চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন প্যানেল জয়লাভ করেছে।

নির্বাচন উপলক্ষে কলেজের সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠত হয়। ৩৭১ ভোটারের মধ্যে ২২৪ ভোটার নিজেরদের ভোটধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোট হয়েছে ২০০,বাতিল হয়েছে ২৪ ভোট।বিজয়ী প্রার্থী হলেন অভিভাবক সদস্য হায়দার আলী (১৩৫), আসমত আলী(১২৯) ও রাজু আহম্মেদ পেয়েছেন (১২৫) ভোট। শিক্ষক প্রতিনিধি আবু দাউদ (২৮) ভোট ও বিধান চন্দ্র অধিকারী (২৪) ভোট পেয়ে বিজয়ি হয়েছেন।এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন হৈতষী সদস্য নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা ও দাতা সদস্য বিএম কামাল আহম্মেদ।নির্বাচন কমিশনার ছিলেন অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন।

এই বিভাগের আরোও খবর

Logo