যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান পদে ৩৯ প্রার্থী মনোনয়ন পত্র

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৪ মে , ২০২৪ ০৭:২৯ আপডেট: ৪ মে , ২০২৪ ০৭:২৯ এএম
যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান পদে ৩৯ প্রার্থী মনোনয়ন পত্র
আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৩৯ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয়ার নির্ধারিত দিনে তারা মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে সদর উপজেলায় ১৫ প্রার্থী, অভয়নগর ৭ প্রার্থী ও বাঘারপাড়া ১৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা জমা দেন।

আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে  অংশ গ্রহণের লক্ষে যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৩৯ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয়ার নির্ধারিত দিনে তারা মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে সদর উপজেলায় ১৫ প্রার্থী, অভয়নগর ৭ প্রার্থী ও বাঘারপাড়া ১৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা জমা দেন।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক সম্পাদক শাহারুল ইসলাম, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আনোয়ার, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, শফিকুল ইসলাম জুয়েল।

ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  সুলতান মাহমুদ বিপুল, জেলা যুবলীগের সহ অর্থ সম্পাদক কামাল খান পর্বত, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান খান শিপলু, মনিরুজ্জামান ও জাহিদুর রহমান। ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোৎন্সা আরা মিলি, বাশিনুর নাহার ও শিল্পী খাতুন।

বাঘাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন  এফ এম আশরাফুল কবির, আব্দুর রউফ, মাসুম রেজা, সেলিম রেজা, হাসান আলী ও রাজীব কুমার রায়। ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এনায়েত হোসেন লিটন, আসাদুজ্জামান, গোলাম ছরোয়ার, জয়নাল আাবেদীন, তাওহিদুর রহমান, নাজমুল হুসাইন ও শাহ জালাল।ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন জমা দিয়েছেন, বিথীকা বিশ^াস, দিলারা জামান রেক্সনা খাতুন ও শামছুন্নাহার।

অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রবিন অধিকারী, শেখ আবরারুল হক ও সরদার অলিয়ার রহমান।ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন  আখতারুজ্জামান তারু।ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে মনোয়ন জমা দিয়েছেন ডাঃ সাফিয়া খানম, মিনারা পারভীন ও লায়লা খাতুন।


এই বিভাগের আরোও খবর

Logo