যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৯ মে , ২০২৪ ১০:৩২ আপডেট: ৯ মে , ২০২৪ ১০:৩২ এএম
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীবে শেষ কর্মদিবস উপলক্ষে স্মৃতিচারণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মকর্তা কল্যাণ সমিতির ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বুধবার বেলা ১২টা সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীবে শেষ কর্মদিবস উপলক্ষে স্মৃতিচারণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মকর্তা কল্যাণ সমিতির ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বুধবার বেলা ১২টা সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব বলেন  অফিসের কর্মকর্তা,কর্মচারীরা আমাকে যে বিদায় সংবর্ধনা দিলেন,সেটা আমার জন্য বড় পাওয়া। কারন আমি অফিসে যোগদানে সময় যখন কর্মকর্তা কর্মচারী ফুল দিতে চেয়েছিলেন,তখন আমি ফুল নেয়নি। তাদের বলেছিলাম আমি কাজ করে যদি ফুল নেয়ার যোগ্যতা অর্জন করতে পারি। তাহলে ফুল নেবো। এজন্য বিদায় বেলায় তারা আমাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় জানিয়েছে, তাতে আমার কর্মজীবন স্বার্থক।

বোর্ডের সচিব  প্রফেসর আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, কলেজ পরিদর্শক সমীর কুন্ডু, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবীর, উপসচিব জাহানারা খাতুন, উপ কলেজ পরিদর্শক মদন মহোন দাশ, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। পরিচালনা করে কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসান।

এর  আগে বাংরাদেশ শিক্ষক সমিতির যশোর জেলা উপজেলা শাখার পক্ষ থেকে বোর্ড চেয়ারম্যানকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহসভাপতি সাধারণ সম্পাদক বিএম জহুরুল পারভেজ, সদর উপজেলা শাখার  সভাপতি উসমান গণি,  যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo