যশোর এমএম কলেজের বসন্ত বরণ উদযাপন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী , ২০২৪ ০৬:৪৯ আপডেট: ১৮ ফেব্রুয়ারী , ২০২৪ ০৬:৪৯ এএম
যশোর এমএম কলেজের বসন্ত বরণ উদযাপন
নানা আয়োজনে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল বনার্ঢ্য শোভাযাত্রা, গান, কবিতা, নত্য ও জাদু প্রদর্শনী।

নানা আয়োজনে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল বনার্ঢ্য শোভাযাত্রা, গান, কবিতা, নত্য ও জাদু প্রদর্শনী।

বসন্ত উৎসব উপলক্ষে সকাল ১১ টায় কলেজের কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার সামনে বিভিন্ন রঙে শোভাযাত্রা লেখা কুলায় হাতে ও রংবেরঙের শাড়ি পরে ছাত্রী অংশ নেন। সেই সাথে উপ¯ি’ত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, শিক্ষক পরিসদের সম্পাদক মদন কুমার সাহা, বসন্ত বরণ অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর জিল্লুল বারীসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস  প্রদক্ষিণ করে মধু মঞ্চের কাছে এসে শেষ হয়।

এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। তিনি বলেন শিক্ষার্থীদের শুরু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না । মানসিক বিকাশের জন্য খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা করা উচিত।অনুষ্ঠানে উ”চারণ, উদীচী ও বিবর্তন কলেজ শাখার সাংস্কৃতিক কর্মীরা গান, কবিতা, নত্য ও জাদু প্রদর্শণী করেন।

এই বিভাগের আরোও খবর

Logo