যশোর উপশহরের একটি বাড়িতে দুঃসাহিক চুরি সংঘটিত

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২০ মার্চ , ২০২৪ ১২:২৭ আপডেট: ২০ মার্চ , ২০২৪ ১২:২৭ পিএম
যশোর উপশহরের একটি বাড়িতে  দুঃসাহিক চুরি সংঘটিত
যশোর উপশহরের বি ব্লকের একটি বাড়িতে রোববার দিবাগত রাতে দুঃসাহিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই বাড়ি থেকে সোনার গহনা ও নগদ টাকাসহ ৬ লাখ ৩৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

যশোর উপশহরের বি ব্লকের একটি বাড়িতে রোববার দিবাগত রাতে দুঃসাহিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই বাড়ি থেকে সোনার গহনা ও নগদ টাকাসহ ৬ লাখ ৩৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে সোমবার যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেন বাড়ির বাসিন্দা ফয়সাল হোসেন রয়েল।

তার লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাত ১১টায় বাড়ির সকল ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে সেহরী খেতে উঠে দেখেন পাল্লার তালা খোলে শয়ন কক্ষের মালমাল তছনছ করা। সেই সাথে ওয়ারড্রপের র ক্ষিত নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ১ লাখ ৮৮ টাকা মূল্যেে  গহনা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

এই বিভাগের আরোও খবর

Logo