যশোরে মশক নিধন অভিযান

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারী , ২০২৪ ১৪:৩৬ আপডেট: ২৯ ফেব্রুয়ারী , ২০২৪ ১৪:৩৬ পিএম
যশোরে মশক নিধন অভিযান
গরম পড়তেই যশোরে মশার উপদ্রোব বেড়েছে। মশার জালাতনে পৌরবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। মশার উপদ্রোব থেকে রক্ষা করতে যশোর পৌরসভার উদ্যোগে ৮ দিন ব্যাপি এডিস মশক নির্ধক অভিাযানের উদ্বোধন করা হয়। বুধবার সকালে পৌরসভা চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়।

গরম পড়তেই যশোরে মশার উপদ্রোব বেড়েছে। মশার জালাতনে পৌরবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। মশার উপদ্রোব থেকে রক্ষা করতে যশোর পৌরসভার উদ্যোগে ৮ দিন ব্যাপি এডিস মশক নির্ধক অভিাযানের উদ্বোধন করা হয়। বুধবার সকালে পৌরসভা চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু  জানান, ৯টি ওয়ার্ডে ৩টি ফগার ও ২৩টি স্প্রে মেশিন দিয়ে মশক নির্ধন করা হবে। মশার লার্ভা নষ্ট করার জন্য ভারতীয় ডোবল ওষুধ উড়ন্ত মশা নির্ধন করার জন্য সিঙ্গাপুৃরের অ্যাগোমাইথিন ওষুধ দিয়ে স্প্রে করা হবে।

প্রধান অতিথি হিসেবে মশক নির্ধন অভিযানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ।এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু,সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, কাউন্সিলর রাজিবুল আলম, নাসিমা আক্তার জলি, ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, নয়ন হোসেন প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo