যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৫ এপ্রিল , ২০২৪ ০৬:৩৩ আপডেট: ১৫ এপ্রিল , ২০২৪ ০৬:৩৩ এএম
যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপন
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পহেলা বৈশাখের উৎসবে মেতে ওঠে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা পহেলা বৈশাখের উৎসবে মেতে ওঠে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ডঃ আবু বক্কর। সিদ্দিকী সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আমায়ক প্রফেসর আব্দুল কাদের এই সময় বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে দক্ষিণ গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি মুজিব সড়ক হয়ে আসাদ গেট দিয়ে কলেজে প্রবেশ করে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যশোরের সরকারি মহিলা কলেজে পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা ও সাংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুনের সভাপতি কে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দিন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সৈয়দ আহসান হাবিব অনুষ্ঠানের আহবায়ক মোফাজ্জেল হোসেন প্রমুখ। এর আগে রাগে শোভাযাত্রা বের করা হয় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo