যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৮ এপ্রিল , ২০২৪ ০৬:২৭ আপডেট: ১৮ এপ্রিল , ২০২৪ ০৬:২৭ এএম
যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস  উদযাপন
যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস  উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস  এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের বদ্যনাথ তলায় অ¯’ায়ী সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এ সরকার গঠনের পর বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতির করা হয়। এ সরকার  মুক্তিযুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভমিকা রাখে।

এমএম কলেজ

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী। শিক্ষক পরিষদের সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর মদন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর নাসিম রেজা, সহযোগী অধ্যাপক ভারতীয় রানী হালদার, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, মনিরুজ্জামান ,প্রভাষক  আবিদুর রহমান প্রমুখ। পরিচালনা করনে প্রভাষক মেহেদী হাসান। শেষে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম আমজাদ হোসাইন।

সরকারি মহিলা কলেজ

সরকারি মহিলা কলেজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আলা উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সৈয়দ আহসান হাবীব, প্রভাষখ আলী রেজা,, সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক টিপু সুলতান প্রমুখ।

আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ

আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান। দোয়া পরিচালনা করনে ভুঘোলের প্রভাসক জসিম উদ্দীন।

হামিদপুর আল-হেরা কলেজ

হামিদপুর আল-হেরা কলেজ প্রামান্য চিত্র প্রদর্শনী, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, প্রভাষক হাবিবুর রহমান লেন্টু, প্রভাষক সোহেল রানা প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান।  অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী।


জিলা স্কুল

জিলা স্কুলে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সেলিম রেজা, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান অশোক কুমার দে, মনিরুজ্জামান, সহকারী শিক্ষক কামরুল হাসান, ছাত্র মেজবাহউর রহমান প্রমুখ। পরিচালনা করেন সিনিয়র শিক্ষক  নূরুল ইসলাম।

এছাড়া সরকারি বালিকা উ”চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo