মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মোঃ জীবন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মোঃ মজিবুরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬ টার দিকে নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে নানা বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় কৌশলে বাড়ির পাশে আড়ালে নিয়ে ধর্ষণ করার চেষ্টা চালায় যুবক জীবন। এ সময় শিশুটি চিৎকার করলে তার মা ও নানী ছুটে আসলে জীবন পালিয়ে যায়। পরে ওইদিন রাত সাড়ে ৭ টার দিকে স্বজনরা শিশুটিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই শিশুর বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে। মা-বাবার সঙ্গে মুন্সীগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসেছিল। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, সোমবার দিবাগত রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে মঙ্গলবার ভোরে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় চাচা শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে যুবককে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।