কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শেরপুরের নকলা উপজেলার মুক্তিযোদ্ধাগন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা ইউনিট কমান্ডের আয়োজনে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঢাকা-শেরপুর মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের দেওয়া বিভিন্ন শ্লোগানে এলাকা মুখরিত হয়েওঠে। তাদের দেওয়া শ্লোগান গুলোর মধ্যে “একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠুক আরেকবার”, “তুমি কে আমি কে, বাঙালী বাঙালী”, “মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই”, “একাত্তরের রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়” এসব ছিলো উল্লেখযোগ্য।
মানববন্ধনে নকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান সুজা, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খোরশেদ করিম শ্যামল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।