মানিকগঞ্জে ভুয়া নাগরিক সনদ তৈরি করে পাসপোর্ট বানানোর অভিযোগে তিনজনকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেজবাহ-উল-সাবেরিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটককৃতদের পরিচয়
আটক ব্যক্তিরা হলেন—
- সোহানুর রহমান (২২), পুটাইল ইউনিয়নের ঘোস্তা এলাকার মানিক মিয়ার ছেলে।
- আরিফ হোসেন (৩৬), পৌরসভার বেউথা এলাকার ফরহাদ হোসেনের ছেলে।
- মনির হোসেন (৪৫), পৌরসভার পশ্চিম উড়িয়াজানি এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।
- প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, আসল কাগজপত্রে জটিলতা থাকায় সোহানুর রহমান ১৬ হাজার টাকায় পাসপোর্ট বানানোর জন্য আরিফ হোসেনের সঙ্গে চুক্তি করেন। পরে আরিফের পরামর্শে মনির হোসেন ভুয়া নাগরিক সনদ তৈরি করে দেন। দীর্ঘদিন ধরে এই চক্র বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির স্বাক্ষর জাল করে জন্মসনদ বানিয়ে আসছিল।বিষয়টি উপজেলা নির্বাচন অফিসের নজরে আসার পর ইউএনওকে জানানো হয়। পরে ইউএনও শেখ মেজবাহ-উল-সাবেরিন পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করেন।তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভুয়া জন্মসনদ বানিয়ে পাসপোর্ট তৈরি করে আসছিল।”মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানিয়েছেন, ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।