কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালী ও তায়কোয়ানডো প্রতিযোগীতা অনুষ্ঠিত

কামরুল হাসান প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৩৪ আপডেট: ১৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৩৪ পিএম
কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালী ও তায়কোয়ানডো প্রতিযোগীতা অনুষ্ঠিত
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‍্যালী ও তায়কোয়ানডো প্রতিযোগীতা’২০২৫।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‍্যালী ও তায়কোয়ানডো প্রতিযোগীতা’২০২৫। ১২ই ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ শ্লোগানকে সামনে রেখে র‍্যালিটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়াম চত্বর থেকে বের হয়ে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে। পরে ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তায়কোয়ানডো একটি ফিজিক্যাল ফিটনেস এবং সুশৃঙ্খল খেলা। এ ছাড়া তরুণ সম্ভাবনাময় এসব খেলোয়াড়রা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেড়ে উঠার গুণাবলীগুলো ক্রীড়ার সাথে সম্পৃক্ত থেকে অর্জন করতে পারে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, তায়কোয়ানডো ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক সরোয়ার রোমনসহ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এসময় তায়কোয়ানডো ফেডারেশনের জাতীয় ও জেলা সদস্যসহ বিভিন্ন খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে তায়কোয়ানডো প্রদর্শনী ও প্রতিযোগীতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে তায়কোয়ানডো সংগঠনের ২৫০জন খেলোয়াড় অংশ নেয়।

এই বিভাগের আরোও খবর

Logo