মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৩০

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:২১ আপডেট: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:২১ এএম
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৩০
মাদারীপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের শতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে তবে চালকসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

মাদারীপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের শতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে তবে চালকসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড় ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনায় দুই বাসের চালকের অবস্থা এখন গুরতর। দুর্ঘটনার পরে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। এ সময় দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েন। এ সময় অনেক পরিবহন মাদারীপুর-শরীয়তপুর শেখ হাসিনা মহাসড়ক হয়ে এবং শিবচর আঞ্চলিক সড়ক হয়ে ঢাকা যেতে দেখা যায়।পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড় ব্রিজ নামক স্থানে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও অপর দিকে থেকে আসা বরিশালগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুটি বাসের চালক বাসের স্টিয়ারিংয়ের মধ্যে চাপা পড়ে গুরতর আহত হয়েছে। পরে পুলিশ এসে অনেক চেষ্টার পর তাদেরকে উদ্ধার করা হয়।

এতে দুই বাসের চালকসহ প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে।মারাত্মকভাবে আহত হানিফ পরিবহনের চালক ইব্রাহিম (২৮) ও কাজী পরিবহনের চালক নাছির (৫৫), যাত্রী রাকিব (১৮), আরিফ শিকদার (৪৫) তিতি মৌলিককে (২৪) রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহত যাত্রীদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার পরে মহাসড়কের দুই পাশে প্রায় ৮কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। এতে দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম দুর্ভোগের মুখে। রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরোও খবর

Logo