মাদক পাচারকালে ১৬০ কেজি গাঁজাসহ আটক ৩ কাভার্ড ভ্যান জব্দ

রাসেল মিয়া প্রকাশিত: ২৪ অক্টোবর , ২০২৩ ১০:১১ আপডেট: ২৪ অক্টোবর , ২০২৩ ১০:১১ এএম
মাদক পাচারকালে ১৬০ কেজি গাঁজাসহ আটক ৩ কাভার্ড ভ্যান জব্দ
ব্রাহ্মণবাড়িয়া কসবাতে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে করে মাদক পাচারকালে ১৬০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে কসবা থানা পুলিশ।এসময় তাদের ব্যবহৃত কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া কসবাতে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে করে মাদক পাচারকালে ১৬০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে কসবা থানা পুলিশ।এসময় তাদের ব্যবহৃত কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর ) ভোর সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দাবাদ তিন রাস্তার মোড় সংল্গন ভুইয়া মার্কেটের সামনে কসবা টু সৈয়দাবাদ এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা খাড়েরা দেলী এলাকার বাসিন্দা  মৃত খেলু মিয়া ছেলে জিয়াউর রহমান প্র: জিয়া(৩৮) , কসবা পৌরসভা আড়াইবাড়ী গ্রামের রাশেদ আলম ছেলে মো:শফিকুল ইসলাম (২৯) এবং ফুলতুলী গ্রামের আলমগীর ছেলে উজ্জ্বল মহারাজ (৩৬)।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন পিপিএম  বলেন: গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সৈয়দাবাদ  এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি হলুদ রংয়ের ভাই ভাই ট্রান্সপোর্ট নামক কাভার্ড ভ্যান যাহার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো -ন ২০-৬১৫৩  সন্দেহজনক ভাবে দ্রুত চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন কসবা থানা পুলিশের তল্লাশী করিয়া ০৯ টি পাটের বস্তা এবং ২ টি কালো রংয়ের ট্রলি ব্যগের মধ্যে হলুদ রঙের ওই কাভার্ড ভ্যানটি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে এর ভেতর বিশেষ কায়দায়  ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আমাদের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে  এসআই মো. মোঃ ফখরুল ইসলাম বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo