মাদক ও দুর্নীতিমুক্ত হবে মোরেলগঞ্জ

আবরার ফয়সাল প্রকাশিত: ২৩ জানুয়ারী , ২০২৪ ১১:২৩ আপডেট: ২৩ জানুয়ারী , ২০২৪ ১১:২৩ এএম
মাদক ও দুর্নীতিমুক্ত হবে মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে শতভাগ মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলায় পরিণত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। সোমবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদের উন্নয়ন-সমন্বয় ও আইনশৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে শতভাগ মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলায় পরিণত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। সোমবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদের উন্নয়ন-সমন্বয় ও আইনশৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।  

উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে সোহাগ আরও বলেন, সামাজিক বিরোধ ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করবেন। সরকারের উন্নয়নমূলক সকল প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন ও দৃশ্যমান হতে হবে।
নবনির্বাচিত এমপি বদিউজ্জামান সোহাগ উপজেলা পরিষদের এ সভায় যোগদানের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 
 
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সরকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরোও খবর

Logo