মাতারবাড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার শশুর বাড়ীর দাবি আত্মহত্যাঃ পরিবারের দাবি হত্যা

কামরুল হাসান প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৫৮ আপডেট: ৮ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৫৮ পিএম
মাতারবাড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার শশুর বাড়ীর দাবি আত্মহত্যাঃ পরিবারের দাবি হত্যা
মাতারবাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ নাম জেমি আক্তার (২৮)।

মাতারবাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ নাম জেমি আক্তার (২৮)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট বিলপাড়া এলাকায় নিহতের শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে মাতারবাড়ি ক্যাম্পের পুলিশ। নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, মাতারবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরবর্তী মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত জেমি আক্তার মাতারবাড়ি সিকদার পাড়া ১নং ওয়ার্ড এলাকার মো. কাশেমের কন্যা। তার স্বামী প্রবাসী বলে জানায় তার শ্বশুরবাড়ির লোকজন। এ দিকে জেমির পরিবারের লোকজনের দাবি তাকে হত্যা করে আত্মহত্যা নাটক সাজানো হয়েছে, এ ব্যাপারে ময়না তদন্তের পর তারা আইনি ব্যবস্থা নেবেন বলে জানান। বর্তমানে মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo