মদিনা ইসলামি মিশন বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও আশরাফী কনফারেন্স গত ২৯ আগস্ট জুমাবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব এম সাইফুল ইসলাম নেজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে মেহমানে আ'লা ছিলেন, পাকিস্তান থেকে আগত বিশ্ববরেণ্য স্কলার আল্লামা ড. মুহাম্মদ কওকাভ নুরাণী ওকারভী। প্রধান বক্তা ছিলেন ভারতের উত্তর প্রদেশ থেকে আগত আন্তর্জাতিক ইসলামি বক্তা আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়যান আশরাফ আশরাফী আল-জিলানী। উদ্বোধক ছিলেন আহসানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী আবুল বয়ান হাশেমী। বক্তারা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের নাম প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.)। যিনি অন্ধকারাচ্ছন্ন সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে আলোর মুখ দেখিয়েছেন।
মহান আল্লাহর সৃষ্টির মাঝে তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। সেই দয়াল নবী (দ.)'র একজন যোগ্য প্রতিনিধি মাহবুবে ইয়াজদানী মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.)। যিনি নির্লোভ নিরহংকার ব্যক্তিত্বের প্রতিবিম্ব। ইরানের সিমনরাজ্যের বাদশাহী ত্যাগ করে সুফিবাদী জীবন গ্রহণ করেছেন। পারস্য থেকে হিন্দুস্তান হিজরত করে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানেও পৃথিবীব্যাপী উনার উত্তরসূরীরা মাজহাব মিল্লাতের আজিমুশান খেদমত করে চলছেন। কনফারেন্সে বক্তব্য রাখেন মুহাম্মদ বাহাদুর খান চন্দনাইশী, মঈনুদ্দিন কাদেরী শওকত, আলহাজ্ব শাহজাদা সৈয়দ সিরাজুদ্দৌলা, শাহজাদা সৈয়দ হাবিবুল্লাহ খান মারুফ, সুফি মুহাম্মদুর রহমান, এস এম ফরিদুদ্দিন মাসুদ, এডভোকেট মীর ফেরদৌস,
অধ্যাপক ইউনুস হাসান, অধ্যাপক সেলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, ডাঃ নুরুল আবছার, রোটারিয়ান সৈয়দ আব্দুল আজিজ, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক আলকাদেরী, মাওলানা শাহ ফাইজুল কবির, সৈয়দ সালাউদ্দিন খোকন, মীর জসিম উদ্দিন, কাজী আহাসানুল মোরশেদ, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা হাসান মুরাদ মাইজভান্ডারি, শাহজাদা মাওলানা গোলাম রাসূল, মাওলানা ফোরকান আলকাদেরী, মুহাম্মদ দিদারুল আলম, প্রমূখ।