ভোলায় ইন্ট্রাকো গ্যাস কোম্পানীর ডিপোতে তালা দিচ্ছে আমরা ভোলাবাসী’র নেতৃবৃন্দ ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা

শরীফ হোসাইন প্রকাশিত: ২৪ মে , ২০২৫ ১৭:২৫ আপডেট: ২৪ মে , ২০২৫ ১৭:২৫ পিএম
ভোলায় ইন্ট্রাকো গ্যাস কোম্পানীর ডিপোতে তালা দিচ্ছে আমরা ভোলাবাসী’র নেতৃবৃন্দ ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ভোলায় ইন্ট্রাকো গ্যাস কোম্পানীর ডিপোতে তালা দিয়েছে আমরা ভোলাবাসীর নেতৃবৃন্দ এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার দুপুরে ভোলা শহরের বেপারী বাজারে অবস্থিত ওই ডিপোতে এ তালা দেয়া হয়। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। তারা দেয়ার পর নেতৃবৃন্দ এবং ছাত্র-জনতাকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
জানা গেছে, দেশের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন জেলা ভোলার ২২ লাখ মানুষের মৌলিক অধিকার ‘ঘরে ঘরে গ্যাস সংযোগ, সরকারী মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু’ সহ ভোলাবাসীর প্রাণের ৬ দফা দাবী আদায়ের লক্ষে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন প্রকার আশানুরূপ সারা পাওয়া যায়নি। ভোলাবাসীর আন্দোলনের প্রেক্ষিতে সম্প্রতি সরকারের একটি প্রতিদিধি দল ভোলায় এসে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মিটিং করে গেছেন। এ সময় তারা আশ্বাস দিয়েছিলেন যে, ঢাকায় গিয়ে ১ সপ্তাহের মধ্যে অন্তবর্তী সরকারের সাথে আলাপ করে এর একটা সমাধান দেয়া হবে। কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ায় নতুন কর্মসূচী ঘোষণা করে আমরা ভোলাবাসী সংগঠন। সেই ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৪ মে) ভোলার বাংলাস্কুল মাঠে ৬ দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোব সমাবেশ ও ইন্ট্রাকো গ্যাস কোম্পানী ঘেরাও কর্মসূচী পালিত হয়। সকাল ১১টায় ‘আমরা ভোলাবাসী’র ব্যানারে শহরের বাংলাস্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং ছাত্র-জনতা অংশগ্রহণ করে। বৃষ্টি উপক্ষো করেই চলতে থাকে এ সমাবেশ। সমাবেশে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা শ্লোগান দিতে থাকে। তার মধ্যে হলো-যমুনারে যমুনা, আমরা কিন্তু হারি না; যমুনানের যমুনা, দাবী আমরা ছারমু না; ইন্ট্রাকো সান্ডার নাম, সুন্দরবন ব্যাঙের নামসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
সমাবেশে বক্তব্য রাখেন আমরা ভোলাবাসী’র সংগঠনের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা জাতীয় পার্টি (বিজেপি)’র সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, খেলাফতে মসজিল নেতা মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা যুবদল সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজাদী, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলনের ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন, ব-দ্বীপ ফোরামের সমন্বয়ক মীর মোশারেফ অমি, ছাত্রসমাজের নেতা ইমরোজ ট্রিমন প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ শেষ করে বাংলা স্কুল মাঠ থেকে দীর্ঘ ৪ কিলোমিটার পথ বৃষ্টি উপেক্ষা করে আমরা ভোলাবাসীর নেতৃবৃন্দ এবং বিক্ষুদ্ধ ছাত্র-জনতা পায়ে হেটে বেপারী বাজারস্থ ইন্ট্রাকো গ্যাস কোম্পানীর ডিপো ঘেরাও কর্মসূচীর পর ওই ডিপোতে তালা দিয়ে দেয় নেতৃবৃন্দ ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, ভোলার গ্যাস ভোলার প্রতিটি ঘরে ঘরে সংযোগ দেয়ার দাবীতে আমারা দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না। অথচ স্বৈরাচারী সরকার তাদের স্বার্থ হাসিলের জন্য ইন্ট্রাকো গ্যাস কোম্পানীর সাথে ভোলার গ্যাস ঢাকায় নেয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। তারপর থেকে ইন্ট্রাকো গ্যাস কোম্পানী ভোলাতে ডিপো স্থাপনের মাধ্যমে সিলিন্ডারজাতের মাধ্যমে ভোলা থেকে গ্যাস ঢাকায় নিচ্ছে। ভোলাবাসীর দাবী অগ্রায্য করে ঢাকায় গ্যাস সরবরাহ চলতে থাকে। তাই আমরা ভোলাবাসী’র ব্যানারে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ইন্ট্রাকো গ্যাস কোম্পানীর ডিপোতে তালা দিয়েছি। আজ থেকে কোন গ্যাস ভোলার বাহিরে যেতে দেয়া হবে না। এরপর যদি এখান থেকে কোন গ্যাস ভোলার বাহিরে যায় তা হলে আরো কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে ভোলাবাসী।

এই বিভাগের আরোও খবর

Logo