ভোলার মনপুরায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাতে এক কাঁকড়া শিকারি মৃত্যু বরণ করে। এছাড়াও বজ্রপাতে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের আঘাতে ৮টি গরু-মহিষের মৃত্যুর ঘটনা ঘটে। সোমবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীর চরে কাঁকড়া শিকারের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কাঁকড়া শিকারি হলেন উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের হিন্দু আবাসনের বাসিন্দা জীবন দাস (৫০)।
অপরদিকে বজ্রপাত পড়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন ও জাকিরে ২টি গরু, হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিনের ৩টি গরু, একই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা শামসুদ্দিনের ১টি মহিষ, কলাতলী ইউনিয়নের ১টি মহিষের মৃত্যু হয়।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বজ্রপাতে এক কাঁকড়া শিকাড়ী ও গরু-মহিষের মৃত্যুর থবর পাওয়া গেছে। মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি জানান, বজ্রপাতে একজনের মৃত্যুসহ বেশ কয়েকটি গরু-মহিষের মৃত্যু হয়েছে।