বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা বরাদ্দ

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৫ জানুয়ারী , ২০২৪ ১৩:৩৮ আপডেট: ২৫ জানুয়ারী , ২০২৪ ১৩:৩৮ পিএম
বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা বরাদ্দ
যশোর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার সকালে উপজেলার হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান বলেছেন ৭ কোটি ১২ লাখ টাকা ছাড় করানো হয়েছে।


আগামী সপ্তাহে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেয়া শুরু করা হবে। সেই সাথে ১ হাজার ৮শ প্রতিবন্ধী ভাতা বরাদ্দ এসেছে। সেগুলো ইউনিয়ন প্রতি ভাগ করে দেয়া হবে। উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সভাপতিত্বে তিনি একথা বলেন। উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার রায় বলেছেন, সদর উপজেলায় সবজি সমিতির করা হয়েছে। তারা যদি ভোক্তাদের কাছে সবজি বিক্রি করে,তাহলে কৃষকরা উপকৃত হবেন। সহযোগিতা পেলে এটি বাস্তবায়ন করা হবে। ৮টি সমবায় বাজার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রেজিস্ট্রেশন করার পর কার্যকর করা হবে। এটিও বাস্তবায়ন হলে মানুষ ন্যায্যমূল্যে দ্রব্য কিনতে পারবে। গাছীদের রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। সেই সাথে তাদের প্রশিক্ষণ দিয়ে উপকরণ দেয়া হয়েছে।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ঝিকরগাছায় ভ্রাম্যমান সবজি বাজার করা হয়েছে। এটা সদর উপজেলায় করা হলে ভাল হতো বলে প্রস্তাব রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সদর উপজেলা মৎস্য কমকর্তা রিপন বিশ্বাস, কৃষি কর্মকর্তা হামান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা নির্র্মূল কুমার হাজরা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক হোসেন ।

উপস্থিত ছিলেন উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম,হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo