ব্যতিক্রমী উদ্যোগে পৌর শহরে স্যালাইন-খাবার-পানি বিতরণ করলো বিয়ানীবাজার উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ

সহিদুর রহমান প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৪ ১০:২৮ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৪ ১০:২৮ এএম
ব্যতিক্রমী উদ্যোগে পৌর শহরে স্যালাইন-খাবার-পানি বিতরণ করলো বিয়ানীবাজার উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ গরমের তিব্র তাপের মধ্যে পৌর শহরের রিক্সা ও টেলা গাড়ি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। রবিবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমপ্লেক্স এর সম্মুখে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নবগঠিত উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ।

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ  গরমের তিব্র তাপের মধ্যে পৌর শহরের রিক্সা ও টেলা গাড়ি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। রবিবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমপ্লেক্স এর সম্মুখে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নবগঠিত উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ। 

সভাপতি রায়হান খাঁন জানান বর্তমান সময়ে দেশের বিভিন্ন এলাকায় রোদের তিব্র তাপে'র হিটে অনেক ক্ষতি হয়েছে,আমাদের সিলেটে রাতে বৃষ্টি হওয়ায় আমরা অনেকটা ভালো আবহাওয়ার মধ্যে থাকলে-ও দিনের বেলা প্রচুর পরিমাণ রোদে  হিটের মধ্যে যারা নিম্নোক্ত খেটে খাওয়া শ্রমিক রয়েছেন তাদের মধ্যে স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।
রায়হান খাঁন আর-ও  জানান নবগঠিত বিয়ানীবাজার উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এই উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিতেই সার্বিক সহযোগীতায় এগিয়ে আসেন চারখাই ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাঈদুল আলম,সাবেক উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী ওয়াহিদ খাঁ রানা।

নেতৃবৃন্দরা তাদের কে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিয়ানীবাজার উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সকল কার্যক্রমে রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।

এর পর দুপুর ২টায় চারখাই ইউনিয়নের মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসুঁচি পালন করেন উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মী। এ-সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রায়হান খান সাধারণ সম্পাদক রবিদুল আকরাম আরো ছিলেন রামিম আহমদ, আবিদ আহমদ, বখতিয়ার মাহি, রিয়াদ আহমদ, জিহান আহমদ প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo