বেপরোয়া গতির মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু

মোঃমারুফ আলী প্রকাশিত: ৩১ জানুয়ারী , ২০২৪ ০৬:০৬ আপডেট: ৩১ জানুয়ারী , ২০২৪ ০৬:০৬ এএম
বেপরোয়া গতির মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বালু বোঝাই ট্রাক উল্টে শহিদুল ইসলাম নামে ৪২ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালক লালন আলী (৪৫) ও হেলপার ট্রাকের হেলপার আবু রাসেল (৩৫) আহত হন। আহতরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের ধোপারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল রাজশাহীর বাঘা উপজেলার বারোখাদিয়া গ্রামের আকবর আলীর ছেলে

নাটোরের বাগাতিপাড়ায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বালু বোঝাই ট্রাক উল্টে শহিদুল ইসলাম নামে ৪২ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালক লালন আলী (৪৫) ও হেলপার ট্রাকের হেলপার আবু রাসেল (৩৫) আহত হন। আহতরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের ধোপারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল রাজশাহীর বাঘা উপজেলার বারোখাদিয়া গ্রামের আকবর আলীর ছেলে

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু বোঝাই ট্রাকটি রাজশাহীর বাঘা উপজলার আলাইপুর এলাকা থেকে বালু নিয়ে বাগাতিপাড়ার চক গোয়াশ নামক এলাকায় আসছিল। পথে ধোপারবিল এলাকায় একডালা বাজারের দিক থেকে দুইজন আরোহীসহ বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে আসছিল। সেই বেপরোয়া গতির মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা শ্রমিক শহিদুল ইসলাম ট্রাকের বালুর নিচে চাপা পড়ে। পরে খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বালুর ভিতর থেকে শ্রমিক শহিদুল ও ট্রাক চালক লালানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত্যু ঘোষণা করেন। পরে আহত ট্রাকের হেলপার আবু রাসেলকেও হাসপাতালে নিয়ে আসা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরাৎহাল শেষে এদিন বিকেলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরোও খবর

Logo