বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চার মাদক কারবারির কারাদণ্ড

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ৯ মার্চ , ২০২৪ ১৩:১৩ আপডেট: ৯ মার্চ , ২০২৪ ১৩:১৩ পিএম
বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চার মাদক কারবারির কারাদণ্ড
দিনাজপুরের বীরগঞ্জে ৪মাদক কারবারির ১বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দিনাজপুরের বীরগঞ্জে ৪মাদক কারবারির ১বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফজলে এলাহী ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের খোকা চন্দ্র রায়ের ছেলে দয়াল চন্দ্র রায়(২৫) একই এলাকার শতগ্রাম গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম(১৯), দেবারুপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আসাদুজ্জামান (২৬) এবং প্রসাদপাড়া গ্রামের মোঃ সোবহান আলীর ছেলে মোঃ আসর আলী (২৬)।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, বুধবার বিকেলে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালায় প্রশাসন। অভিযানে উপজেলার শতগ্রাম ইউনিয়নের দয়াল চন্দ্র রায়, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান এবং মোঃ আসর আলীকে মাদক বিক্রয়ের সময় হাতে নাতে আটক করে। ওই রাতেই তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফজলে এলাহী তাঁদের প্রত্যেককে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এই বিভাগের আরোও খবর

Logo