বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,২ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৪ ০৯:৪৭ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৪ ০৯:৪৭ এএম
বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,২ প্রতিষ্ঠানকে জরিমানা
দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন,প্রতিশ্রুত পণ্য সরবরাহ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭ হজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন,প্রতিশ্রুত পণ্য সরবরাহ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭ হজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

 রবিবার (২৮ এপ্রিল -২০২৪) বেলা ২টার দিকে সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে, বীরগঞ্জ উপজেলার উপজেলার সুইচ গেট বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম বাজার তদারকি অভিযানে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে নুরুল্লাহ ট্রেডার্স কে সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারা মোতাবেক প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে ৩ হাজার টাকা এবং সুইচ গেট সংলগ্ন এলাকায়  গিনি টি ও ক্যাফে কে আইনের ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দায়ে ৪ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন,অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পণ্য  সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে জরিমানা সহ মেয়াদ উত্তীর্ণ পণ্য  জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানকালে বীরগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,ফরিদ বিন ইসলাম,এসআইটি এনামুল হক এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এই বিভাগের আরোও খবর

Logo