বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ৩পদে মনোনয়ন জমা করলেন ২২জন

সহিদুর রহমান প্রকাশিত: ৪ মে , ২০২৪ ০৬:৫২ আপডেট: ৪ মে , ২০২৪ ০৬:৫২ এএম
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ৩পদে মনোনয়ন জমা করলেন ২২জন
আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট । বৃহস্পতিবার বিকাল ৪টায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে।

আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট । বৃহস্পতিবার বিকাল ৪টায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে।

এবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯জন প্রার্থী। তারা হচ্ছেন- আব্দুল বারী, জহির উদ্দিন, জাকির হোসেন সুমন, দেওয়ান মাক্সুদুল ইসলাম আউয়াল, আতাউর রহমান খান, আবুল কাশেম পল্লব, জামাল হোসেন, জাকির হোসেন ও গৌছ উদ্দিন। চেয়ারম্যান পদপ্রার্থীরা মনোনয়ন জমাদান শেষে জয়ের ব্যাপারে আশাবাদী

এবার চেয়ারম্যান পদের সমান সংখ্যক প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এ পদে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন- আফজাল হোসেন, আব্দুল আলিম, সায়দুল ইসলাম, আশরাফুল ইসলাম রুনু, খালেদুর রহমান, সুহেল আহমদ রাশেদ, জামাল উদ্দিন, জসিম উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন খান

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।  তারা হচ্ছেন- জেসমিন নাহার, হাসিনা আক্তার, রোমানা আফরোজ ও জাহানারা বেগম

মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ হবে ১৩ মে।

এই বিভাগের আরোও খবর

Logo