বিয়ানীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সহিদুর রহমান প্রকাশিত: ১০ মার্চ , ২০২৪ ১৫:২৫ আপডেট: ১০ মার্চ , ২০২৪ ১৫:২৫ পিএম
বিয়ানীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিয়ানীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিয়ানীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা'র আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পৌরশহরের পন্ডিতপাড়াস্থ দি লাইটহাউস একাডেমিতে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রকল্প কর্মকর্তা মশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দি লাইটহাউস একাডেমির শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটিতে বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোকাবেলার কয়েকটি জরুরী মহড়ার আয়োজন করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo