বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৬ মার্চ , ২০২৪ ০৮:৫৭ আপডেট: ২৬ মার্চ , ২০২৪ ০৮:৫৭ এএম
বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন
বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র‍্যালি আলোচনা সভা, পুরস্কার বিতরণ।

বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র‍্যালি আলোচনা সভা, পুরস্কার বিতরণ। 

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধাক্ষ প্রফেসর ডক্টর আবু বক্কর সিদ্দিকী। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর মদন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুল বারী, সহযোগী অধ্যাপক মুকুল হায়দার, সরকারি অধ্যাপক মুরাদ হোসাইন, প্রভাষক সজীব কুন্ডু প্রমুখ।

সরকারি মহিলা কলেজ এ স্বাধীনতা আদিবাস উপলক্ষে কবিতা রচনা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ প্রফেসর সেরিনা খাতুন এর সভাপতি কে উপস্থিত ছিলেন শিক্ষার পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সৈয়দ আহসান হাবীব উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুবা আক্তার ছন্দা প্রমুখ।

ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বিজ্ঞান ক্লাবের আহবায়ক আব্দুল গফুর এ সময় শিক্ষক-শিক্ষা তে উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে ফিজিক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
সরকারি সিটি কলেজে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু।অতিথির বক্তব্য রাখেন  অমলেন্দু বিশ্বাস  উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক আব্দুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক রামপ্রসাদ মন্ডল। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo