যশোরে গত ৭ মাসে গ্রাম আদালতে দায়ের হওয়া ৬৭০টি মামলার মধ্যে ৬০৩টি নিষ্পত্তি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ওই সংখ্যক মামলা দায়ের হয়। নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে ১৫৪ নারী বিচার পেয়েছেন। সব মিলিয়ে বিচার প্রাপ্তির হার ২৫ দশমিক ৫৪ শতাংশ। ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে ৬৭ লাখ ৯৮ হাজার ৩৭০ টাকা।
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। কালেক্টরেট সভাকক্ষ সনেটে সভাটি অনুষ্ঠিত হয়।বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) যশোরের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায় এসব তথ্য তুলে ধরেন। তার দেয়া তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রাম আদালতের মাধ্যমে মামলা দায়ের হয়েছে ৬৭০টি। এর মধ্যে সরাসরি ই্উনিয়ন পরিষদে দায়ের হয়েছে ৫৪৫টি মামলা।
জেলা আদালত থেকে পাঠানো হয়েছে ১২৫টি মামলা। এর মধ্যে দেওয়ানি মামলা ৩২৪টি ও ফৌজদারি মামলা ৩৪৬টি। দায়ের করা মোট মামলার মধ্যে পুরুষ আবেদনকারী ৪৮৫ ও নারী আবেদনকারী ১৮৫। নারী আবেদনকারী মধ্যে ১৫৪ জন গ্রাম আদালতের মাধ্যমে বিচার পেয়েছেন।সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পুলিশ ইন্সপেক্টর মাহবুবুর রহমান, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীদুল ইসলাম, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, এডাবের সহসভাপতি শাহজান নান্নু প্রমুখ।