বান্দরবানের লামায় ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা এই কাজে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।ধারণা করা হচ্ছে, উপজাতীয় সশস্ত্র গোষ্ঠী তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে। এদিকে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত কোন অভিযোগ আসেনি। তবে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ-বিজিবি-সেনা সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এর আগে, গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয়া হয়।