জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ২৪ উত্তর আগ্ৰাবাদ ওয়ার্ড জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ

আহমদ উল্লাহ প্রকাশিত: ১৯ জুলাই , ২০২৫ ১৫:৫৭ আপডেট: ১৯ জুলাই , ২০২৫ ১৫:৫৭ পিএম
জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ২৪ উত্তর আগ্ৰাবাদ ওয়ার্ড জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ

জাতীয় সমাবেশ-২০২৫ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় ওয়ার্ড আমির ইমরানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাকছুদুর রহমানের সঞ্চালনায় মিছিলটি শুরু হয়। মিছিলটি উত্তর আগ্রাবাদ শান্তিবাগ মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রঙিপাড়া গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদ, ২৪ নম্বর ওয়ার্ড কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মীর হোসেন, শান্তিবাগ ওয়ার্ড সভাপতি ইলিয়াস পাটোয়ারি, মনসুরাবাদ ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন ভুঁইয়া, মহুরিপাড়া ওয়ার্ড সভাপতি আশরাফ আলী, পান ওয়ালা পাড়া ওয়ার্ড সেক্রেটারি আবু তাহের, শান্তিবাগ ওয়ার্ড সেক্রেটারি আহসান হাবীবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে সারাদেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, তাতে সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাইসহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ষোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রণীত পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং এক কোটি’র অধিক প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি আদায়ে আজকের এই আয়োজন।জাতীয় সমাবেশে  গণসংযোগ,প্রচারণা ও মিছিল করেছে ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড। 
 হালিশহর থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের আমীর ইঞ্জিনিয়ার মনজুরুল হক  সভাপতিত্ত্বে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড এমারতের সেক্রেটারী মাওলানা আহমদ শফি, থানা কর্মপরিষদ সদস্য সেলিম মুহাম্মদ সাইফুদ্দিনসহ  সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল বৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo