বরিশালের বানারীপাড়ায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অংসগঠনের উদ্দ্যোগে এ র্যালী অনুষ্ঠিত হয়। ৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে বানারীপাড়া পৌরশহরের বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বানারীপাড়া বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ফেরিঘাট সংলগ্ন বালুর মাঠে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়লী প্রধান অতিথি'র বক্তৃব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বানারীপাড়া-উজিরপুর নির্বাচনী এলাকার বিএনপির প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা'র সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মনজুর হোসেন খান,সদস্য সচিব মো: রিয়াজ আহমেদ মৃধা,পৌর বিএনপির সভাপতি মো: শাহ এমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুস সালাম,সাধারন সম্পাদক মো: হাবিবুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক,মো: জাহিদুল হক জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহবায়ক মো: সাব্বির আহমেদ সুমন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের আহবায়ক ফখরুল সিদ্দিকী সম্রাট,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সজল দাস,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো: রনি খান প্রমুখ।