বাগেরহাটে উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম(উসেকা)র উদ্যোগে তিন শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন সম্পন্ন হয়েছে

শেখ শামীম হাসান প্রকাশিত: ২৮ মার্চ , ২০২৪ ১১:১০ আপডেট: ২৮ মার্চ , ২০২৪ ১১:১০ এএম
বাগেরহাটে উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম(উসেকা)র উদ্যোগে তিন শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন সম্পন্ন হয়েছে
বাগেরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে তিন শতাধিক কর্মহীন, হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

বাগেরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে তিন শতাধিক কর্মহীন, হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০ ঘটিকা থেকে উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম-উসেকা'র আয়োজনে জেলা সদরের স্বপ্ননীড়- বেশরগাতি এতিমখানা ও বৃদ্ধ নিবাস প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম। কুড়িগ্রাম জেলা পরিষদের সচিব ড. ফরিদুল ইসলাম ও আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সার্বিক সহায়তায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে চাল ডাল আলু, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

দ্রব্যমূল্য উর্ধ্বগতির মধ্যে এই খাদ্য সহায়তা পেয়ে দারুন খুশি উপকার ভোগীরা। তারা লতিফ মাস্টার ফাউন্ডেশন এর পক্ষ থেকে নেওয়া শিক্ষা চিকিৎসা খাদ্য সহ বিভিন্ন জনহিতকর কাজের প্রশংসা করেন। এসময় এই সকল কাজ কবুল করার জন্য দু'হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন তারা। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শমসের আলী, বিষ্ণুপুর ইউপি সদস্য শেখ আনিচুর রহমান, ফকির আকরাম হোসেন সাবেক মেম্বার ফকির লাল উদ্দিন,মোসাঃমর্জিনা বেগম' উসেকার সভাপতি কাজী লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক বেগ শামীম হাসান, শিক্ষক মেফতাহ উদ্দিন, স্বপ্ননীড়-বেশরগাতি এতিমখানা ও বৃদ্ধ নিবাসের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান, কোষাধক্ষ্য বোরহান উদ্দিন, লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরির সভাপতি সালমান হোসাইন, সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।


এই বিভাগের আরোও খবর

Logo