বাকৃবিতে ‘জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ৩০ মে , ২০২৪ ১০:১৪ আপডেট: ৩০ মে , ২০২৪ ১০:১৪ এএম
বাকৃবিতে ‘জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।  

 

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের আয়োজনে এবং কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আ. খ. ম. গোলাম সারওয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির এবং উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের অধ্যাপক ড. প্রশান্ত নিয়োগ।

 

সেমিনারে কৃষি অনুষদের শিক্ষক এবং এগ্রোমেটিওরোলজি বিভাগের শিক্ষার্থীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo