বাঁশ ও পানির ঢলে গাছের সেতু ভেঙ্গে জনজীবনে দূঃভোগের সৃষ্টি

মোঃ ওসমান হারুন চৌধুরী প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:০০ আপডেট: ১৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:০০ পিএম
বাঁশ ও পানির ঢলে গাছের সেতু ভেঙ্গে জনজীবনে দূঃভোগের সৃষ্টি
ঘঠনায় প্রকাশ বৃহস্প্রতিবার ১২সেপ্টম্বর দুপুরে প্রায় ৩ / ৪ হাজার বাঁশ নিয়ে আসে ধোপাছড়ী ছড়া দিয়ে বাঁশের ভেলাগুলো সেতুর উপরি অংশে বেঁধে রাখে। তখন স্খানীয় লোকজন বাঁশ সেইখান থেকে সড়িয়ে ফেলার বললে মোস্তাফিজ সওদাগর ও তার ছেলে জিয়ার একঘুয়ামির কারনে বাঁশ রেখে চলে যায়।

১২সেপ্টম্বর ২৪, সন্ধায় চট্টগ্রামের চন্দনাইশ উপজিলা ধোপাছড়ী - বান্দরবান পার্বত্য জিলা সংযোগ সেতু টি স্থানীয় ব্যাবসায়ী মোস্তাফিজ সওদাগরের বাঁশের ধাক্ষায় ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চন্দনাইশ উপজিলার অর্থায়নে নির্মিত গাছের সেতুটি ভেঙ্গে যায়। 

ঘঠনায় প্রকাশ বৃহস্প্রতিবার ১২সেপ্টম্বর দুপুরে প্রায় ৩ / ৪ হাজার বাঁশ নিয়ে আসে ধোপাছড়ী ছড়া দিয়ে বাঁশের ভেলাগুলো সেতুর উপরি অংশে বেঁধে রাখে। তখন স্খানীয় লোকজন বাঁশ সেইখান থেকে সড়িয়ে ফেলার বললে মোস্তাফিজ সওদাগর ও তার ছেলে জিয়ার একঘুয়ামির কারনে বাঁশ রেখে চলে যায়। 

সন্ধ্যায় হঠাৎ করে মুশলধারে বৃষ্টি হওয়ায় পাহাড়ী ঢলে নেমে আসে ধোপাছড়ী ছড়া দিয়ে।পানির স্রোথে বাঁশের ভেলা লন্ডভন্ড হয়ে বাঁশ গুলি সেতুর নিছে গাছের পিলারের সাথে আটকে গাছের পিলার ভেঙ্গে নিয়ে যায়। এই সেতু দিয়ে যাতায়ত করা হাজার পরচারি চরম দূঃভোগে পড়ে। সেতুর অপর পাড়ে একমাত্র বাজার, ধোপাছড়ী শীলঘাটা উচ্চ বিদ্যালয়, হাসপাতাল, পুলিশ তদন্ত কেন্দ্র, মাদ্রাসা সব গুরুত্ব পূর্ন স্থাপনা। 

বিপাকে পড়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, বাজারের ব্যাবসায়ী, গর্ববতি মহিলা, সহ বিভিন্ন স্থান থেকে আসা লোক জন। সেতুর অন্য পাড়ে ধোপাছড়ী ইউনিয়নের ১ / ২ নং ওয়ার্ডের বসবাস, সবচেয়ে মারাত্বক ক্ষতির সম্মুখিন হচ্ছে কৃষি পণ্য পরি বহনে। স্থানীয় ব্যাবসায়ী ও স্থানীয় জন প্রতিনিধি মজিবুল হক খোকা সাথে যোগাযোগ করা হলে  অনতি বিলম্বে স্থানীয় উপজিলা প্রসাসনের সাথে যোগাযোগ করে সেতুর সংস্কার কাজ করা হবে বলে অভিমত ব্যাক্ত করেন। 

এই বিভাগের আরোও খবর

Logo