obayed@gmail.com
ছাত্রনেতারা হলেন ৬নং ওয়ার্ডের রবিউল ইসলাম,ওমর ফারুক জিমেইল, রিফাত, অলি আহমদ বীর বিক্রম কলেজ ছাত্রদলের সদস্য রিফাত, ৫নং ওয়ার্ডর ইরফান প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন ছাত্রদল হচ্ছে সুসজ্জিত সংঘটন, ছত্রদলের সকল নেতা কর্মিদের কে বলেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে নিপীড়ত জনগনের পাশে থাকার আহবান জানান।
ঘঠনায় প্রকাশ বৃহস্প্রতিবার ১২সেপ্টম্বর দুপুরে প্রায় ৩ / ৪ হাজার বাঁশ নিয়ে আসে ধোপাছড়ী ছড়া দিয়ে বাঁশের ভেলাগুলো সেতুর উপরি অংশে বেঁধে রাখে। তখন স্খানীয় লোকজন বাঁশ সেইখান থেকে সড়িয়ে ফেলার বললে মোস্তাফিজ সওদাগর ও তার ছেলে জিয়ার একঘুয়ামির কারনে বাঁশ রেখে চলে যায়।
গত ৭ সেপ্টম্বর দুপুরে আনুমানিক ১/৩০ টার সময় বাড়ীর উঠানে আবছার মিয়ার মা সালমা খাতুন ৫০ ও তার স্ত্রী রাশেদা বেগম কর্মরত আবস্থায় অতির্কিত মারধর করতে থাকে স্থানীয আওয়ামিলীগের সন্ত্রাসীরা। হইহুল্লুর চিৎকার চেছামেছিতে দৌড়ে বাহির থেকে আবছার মিয়া বাড়ীতে ঢুকলে আওয়ামি যুবলীগের সন্ত্রাসী রেজাউল করিম অস্ত্রের মুখে আবছার মিয়াকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।