বন্যহাতির আক্রমণে চকরিয়াতে নিহত বয়োবৃদ্ধ কৃষক

বাবলু হাসান প্রকাশিত: ২৯ মে , ২০২৪ ০৫:৫৩ আপডেট: ২৯ মে , ২০২৪ ০৫:৫৩ এএম
বন্যহাতির আক্রমণে চকরিয়াতে নিহত বয়োবৃদ্ধ কৃষক
কক্সবাজারের চকরিয়া উপজেলার, ফাঁসিয়াখালী রেঞ্জের, কাকারা বিটের কাকারা ইউনিয়ন ২নং ওয়ার্ড গর্জনীয়া পাহাড়ের বাসিন্দা নুরু সালাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে বলে জানা যায় বন্যহাতির আক্রমণে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার, ফাঁসিয়াখালী রেঞ্জের, কাকারা বিটের কাকারা ইউনিয়ন ২নং ওয়ার্ড গর্জনীয়া পাহাড়ের বাসিন্দা নুরু সালাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে বলে জানা যায় বন্যহাতির আক্রমণে।

এ ব্যাপারে কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দীন বলেন, মৃত ব্যাক্তি স্থানীয় মৃত খুইল্যা মিযার ছেলে।তিনি গর্জনীয়া পাহাড় নামক গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।

গত রাত আনুমানিক ১১.৪৫ দিকে। বন্যহাতির একটি পাল নিহত নুরু সালামের বসতভিটায় হানা দিলে।পরিবারের সবাই পালিয়ে চলে আসে। অসতর্ক মুহুর্তে পালিয়ে চলে আসার সময় বয়োবৃদ্ধ কৃষক হাতির পালের সামনে পড়লে, বন্যহাতির দল কৃষককে আক্রমণ করে আহত করে। স্থানীয় জনগণ আহত কৃষককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

ফাসিয়াঁখালী রেঞ্জের কাকারা বিট কর্মকর্তা ও বিষয়টি নিশ্চিত করে বলেন। প্রায় সময় বন্যহাতির পাল লোকালয়ে ডুকে পড়ে। মানুষের বসতভিটাতে আক্রমণ করে জানমালের ক্ষতি করে।বনবিভাগের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে।

এই বিভাগের আরোও খবর

Logo