বদলগাছীর হাট-বাজারে অতিরিক্ত টোল আদায় বন্ধের ব্যবস্থা নিতে ইউএনও কে ডিসির চিঠি

প্রতীক চন্দ্র মন্ডল প্রকাশিত: ৬ এপ্রিল , ২০২৪ ০৫:২৮ আপডেট: ৬ এপ্রিল , ২০২৪ ০৫:২৮ এএম
বদলগাছীর হাট-বাজারে অতিরিক্ত টোল আদায় বন্ধের ব্যবস্থা নিতে ইউএনও কে ডিসির চিঠি
নওগাঁর বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খানের লিখিত অভিযোগে আগামী পহেলা বৈশাখ থেকে হাট বাজারগুলোতে গরু, ছাগলসহ কৃষি পণ্য বেচাকেনায় অতিরিক্ত টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার কে, নওগাঁ স্থানীয় সরকার সহকারী পরিচালক চিঠি দিয়েছেন।

নওগাঁর বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খানের লিখিত অভিযোগে আগামী পহেলা বৈশাখ থেকে হাট বাজারগুলোতে গরু, ছাগলসহ কৃষি পণ্য বেচাকেনায় অতিরিক্ত টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার কে, নওগাঁ স্থানীয় সরকার সহকারী পরিচালক চিঠি দিয়েছেন।

গত ৩১ মার্চ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) সহকারী পরিচালক মো. শামীম রেজা সজীব স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান সামচুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, উপজেলার হাট বাজারে বছরের পর বছর অতিরিক্ত টোল আদায়ের মহোৎসব চলছিল, তিনি বারংবার চেষ্টা করে প্রতিরোধ করতে না পেরে অভিযোগ করেছিলেন। কৃষকের কাছ থেকে অতিরিক্ত ওজন ৪২/৪৩ কেজিতে এক মন, আবার ৫ টাকা, ৬ টাকা, ৮ টাকার স্থলে অতিরিক্ত ২০ টাকা, ৩০ টাকা, আবার কখনো ৪০ টাকা জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে। অতিরিক্ত টোল আদায় বন্ধের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন প্রতিকার মিলে না কৃষকদের কপালে।

উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান প্রথম দিকে সরকারি নীতিমালার বাহিরে অতিরিক্ত টোল বন্ধের জন্য হাটে হাটে মাইকিং করে ব্যার্থ হয়ে, জনগনের দূর্ভোগের কথা চিন্তা করে নিজেকে সঠিক ভুমিকায় জনগণের কল্যাণে অব্যাহত রাখবেন ভবিষ্যতে। এরপরেও তিনি থেমে নেই। আগামী ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দের জন্য হাট বাজার ইজারা দেওয়া হয়েছে। আর মাত্র ২ সপ্তাহ পর ইজারাদার নতুন বছরের টোল আদায় শুরু করবেন। নতুন বছরে সরকারি নীতিমালার বাহিরে অতিরিক্ত ওজন বা টোল যেন বন্ধ করা হয়। এবং কৃষক যেন হয়রানি না হয়। এ নিয়ে উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান গত ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছিলেন। উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান আরও বলেন, আমি উপজেলা বাসীর জন্য চেষ্টা চালিয়ে যাবো। আশা করি কৃষকগন সুফল পাবেন প্রশাসনের কঠোর হস্তক্ষেপে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ (ভারপ্রাপ্ত) বলেন, হাট বাজার ইজারা নীতিমালা রয়েছে। এর বাহিরে অতিরিক্ত টোল আদায়ের চেষ্টা করলে ইজারাদারের বিরূদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo