ঢাকা বগুড়া মহা সড়কের শেরপুর ধুনট মোড় নামক স্থানে সন্ধ্যার পরপরই শুরু হয় ট্রাক থেকে নিরব চাঁদা বাজি। এ যেন মগের মুল্লুক । যে কোন গাড়ি এলেই লাঠির মাথায় লাল কাপড় বেঁধে নিয়ে থামানো হয় সেই গাড়ি । তার পর নেওয়া হয় চালকের নিকট থেকে চাঁদা। প্রশাসনের নাকের ডগায় চলে এই কর্মকাণ্ড। কাহারোল নজর কাড়ে না।ভয়ে কেহ কিছু বলে না । গাড়ি চালকদের জিম্মি করে চাঁদা নেওয়ায় প্রত্যেক চালক অসন্তোষ। স্থানীয়রা জানান সন্ধ্যার পরপরই গাড়ি থামিয়ে চাঁদা নেওয়ায় সময় রাস্তায় অনেক জ্যাম লেগে যায়। রাস্তার দুই পাশে দুই টা হোটেল আঁখি মনি হোটেল ও মা মনি হোটেল । শত শত লোক হোটেলে আসে যায় রাস্তা জ্যাম থাকার জন্য লোক জন চরম ভোগান্তিতে পরে তাতে পথ চলাচলে চরম বিঘ্ন ঘটে। যদি প্রশাসন হস্তক্ষেপ করতেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেত। তাই স্হানিয়দের দাবি এখানে একটি ট্রাফিক পুলিশ মোতায়েন করলে হয়তো এর সমাধান হবে বলে সকলেই ধারণা করছেন।