সারাদেশের ন্যায় ফরিদপুরে ও চলছে বিএনপির ডাকে হরতাল পালন কর্মসুচি। তবে খোলা রয়েছে স্থানীয় দোকান পাট। রাস্তায় চলছে অটোরিক্সা, রিকশা, ছোট পিকআপ, ট্রাক ও ভ্যান। দুরপাল্লার পরিবহন গাড়ি গুলো বন্ধ রয়েছে নিরাপত্তাজনিত কারণে।
সারাদেশের ন্যায় ফরিদপুরে ও চলছে বিএনপির ডাকে হরতাল পালন কর্মসুচি। তবে খোলা রয়েছে স্থানীয় দোকান পাট। রাস্তায় চলছে অটোরিক্সা, রিকশা, ছোট পিকআপ, ট্রাক ও ভ্যান। দুরপাল্লার পরিবহন গাড়ি গুলো বন্ধ রয়েছে নিরাপত্তাজনিত কারণে।
শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ ও প্রশাসনের বাহিনী যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে পারে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা ও সদস্যরা বাজার , কোর্টপাড় , বাসস্টান্ড ও রাস্তা সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোকে কঠোর নজরদারির মধ্যে রেখেছে। সকাল থেকে কোন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কোথায় ও হরতাল পালন করতে দেখা যায়নি।
ফরিদপুরের কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান , আমরা হরতালের জন্য যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি । কোন দলের নেতা কর্মীরা বা কেউ যদি কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড মুলক কাজ করে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে।