ফরিদপুরে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান

নাজিম বকাউল প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী , ২০২৪ ১১:৫১ আপডেট: ১৩ ফেব্রুয়ারী , ২০২৪ ১১:৫১ এএম
ফরিদপুরে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান
দেশের ডালের চাহিদা মেটাতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ডাল ফসলের আবাদের আহ্বান জানিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়ায়।সোমবার দুপুরে মাঠ দিবসে সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

দেশের ডালের চাহিদা মেটাতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের  ডাল ফসলের আবাদের আহ্বান জানিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়ায়।সোমবার দুপুরে মাঠ দিবসে সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদের সভাপতিতে  প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

অনুষ্ঠানে  ডালের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প মাদারীপুরের প্রকল্প পরিচালক ডঃ মোঃ সালেহ উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন অর রশিদসহ কৃষি বিজ্ঞানী ও কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।বক্তারা বলেন এ অঞ্চলে এক সময় বিপুল পরিমাণ ডাল ফসলের আবাদ করা হলেও কয়েক বছর আগে ডাল ফসলের আবাদ কমে যায় ক্ষতির অজুহাতে। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন গবেষণা বিভাগের উদ্ভাবিত বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান জানান বক্তারা।  অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দুই শতাধিক কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo