ফরিদগঞ্জে ওসির বিরুদ্ধে মানববন্ধনে বাঁধা

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ৪ সেপ্টেম্বর , ২০২৫ ১৪:৩১ আপডেট: ৪ সেপ্টেম্বর , ২০২৫ ১৪:৩১ পিএম
ফরিদগঞ্জে ওসির বিরুদ্ধে মানববন্ধনে বাঁধা
চাঁদপুরের ফরিদগঞ্জে ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাতের আত্মহত্যাকে হত্যায় রুপান্তর করে ১৬ জন নিরপরাধীকে রিমান্ডে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে

চাঁদপুরের ফরিদগঞ্জে ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাতের আত্মহত্যাকে হত্যায় রুপান্তর করে ১৬ জন নিরপরাধীকে রিমান্ডে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে  বিপুল পরিমান টাকা ও স্বীকারোক্তি আদায়কারী অভিযোগ করে ওই মামলা তদন্তকারী কর্মকর্তা ও  ফরিদগঞ্জ থানার বর্তমান ওসি শাহ আলম ও মূল মাষ্টার মাইন্ড সাবেক পিবিআই প্রধান বনজ কুমারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবীতে মানববন্ধন চলাকালে চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন ও তার লোকজন ওসির পক্ষ হয়ে মানববন্ধন ভন্ডুল ও বাংলা এডিশনের সাংবাদিকদের হেনস্থা করার ঘটনায় আব্দুল মতিন যুবদলের সকল সদস্য পদ স্থগিত করা হয়েছে। এদিকে ওই ঘটনায় বাংলা এডিশনের সাংবাদিক মো. রাকিবুল হাসান বাদী হয়ে জেলা যুবদল সদস্য আ. মতিনকে প্রধান আসামী করে রাতেই থানায় মামলা দায়ের করেছেন।
বুধবার (০৩সেপ্টেম্বর’২০২৫) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুল মতিন এর দলীয় সদস্য স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড ও অশালীন আচরণে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চাঁদপুর জেলা যুবদলের সদস্য আব্দুল মতিনের প্রাথমিক সদস্য সহ সকল পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তিনি দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এদিকে বুধবার রাতেই বাংলা এডিশনের সাংবাদিক মো. রাকিবুল  হাসানের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মানববন্ধনে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের বাঁধা ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অভিযুক্ত আসামীদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বুধবার (০৩সেপ্টেম্বর’২০২৫)বিকালে আলোচিত হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্তদের থেকে নেয়ার টাকা ফেরত দানের ফরিদগঞ্জের নুসরাতের স্বজনদের মানববন্ধন চলাকালে জেলা যুবদল সদস আব্দুল মতিন ও তার সঙ্গীরা মানববন্ধনে বাধা প্রদান করে এবং ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাংলা এডিশনের সাংবাদিকদের নাস্তা করে এবং ক্যামেরাও ছিনিয়ে নিয়ে যায় বলে সাংবাদিক রাকিবুল হাসান  অভিযোগ করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo