প্রতি বছরের ন্যায় ময়মনসিংহে শুরু হয়েছে তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্পমেলা-২০২৪

সিফাত খান প্রকাশিত: ১৫ ডিসেম্বর , ২০২৪ ২৩:০১ আপডেট: ১৫ ডিসেম্বর , ২০২৪ ১৭:০৩ পিএম
প্রতি বছরের ন্যায় ময়মনসিংহে শুরু হয়েছে তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্পমেলা-২০২৪
ময়মনসিংহ জেলা সদরের কাচারী ঘাট বালুর চরে প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্পমেলা। এবারো মেলাটি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি রকমারি খাবারের দোকান ও দেশজ বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকছে।

ময়মনসিংহ জেলা সদরের কাচারী ঘাট বালুর চরে প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্পমেলা। এবারো মেলাটি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি রকমারি খাবারের দোকান ও দেশজ বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকছে।মেলায় প্রবেশ মূল্য ২০টাকা নির্ধারণ করা হয়েছে। মেলায় অন্তত ২০০টির বেশি স্টল অংশ নিয়েছে। মেলায় দেশজ উৎপাদিত শাড়ি, কসমেটিক্স, তৈজসপত্র, শিশুদের খেলার সামগ্রী, খাদ্য দ্রব্যসহ শিশুদের বিভিন্ন রাইড আয়োজন করা হয়। সরেজমিনে দেখা যায়, দূরদূরান্ত থেকে মেলাটি দেখার জন্য লোক সমাগম হচ্ছে। উল্লেখ্য যে, মেলাটি সম্পূর্ণভাবে অশ্লীলতা, জুয়া ও হাউজি মুক্ত। এছাড়া পুলিশ নিরাপত্তা সহ পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতাধীন। এদিকে আয়োজকরা জানিয়েছেন, মাসব্যাপী বাণিজ্য মেলাটি আরো জম উঠতে প্রায় সপ্তাহ খানিক সময় লাগবে।

এই বিভাগের আরোও খবর

Logo