পুলিশ হয়ে আওয়ামীলীগ'র সাথে সক্রিয় ছিলেন, সভানেত্রী'র দেশ ত্যাগ'র পর বিএনপি যোগদান করেন, তীব্র নিন্দা জানান এলাকার সচেতন মহল
সরেজমিনে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা চরএককরিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড চরলতা'র গ্রাম পুলিশ রফিকুল ইসলাম রতন সিকদার, তিনি আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার 'র সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো, চেয়ারম্যান'র আশির্বাদে গ্রাম পুলিশ থেকে দফাদার পদোন্নতি পান।আওয়ামী সরকার সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ'র পর তিনি বিএনপি যোগদান করেন, ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন বাঘা'র নেতৃত্বে।নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, রতন চৌকিদার আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন তিনি ক্ষমতা'র অপব্যবহার করেছেন, জন্ম নির্বন্ধন করতে হলে মোটা অংকের টাকা দাবি করতেন,তিনি আরো বলেন, ঘুষ বানিজ্য সহ নানান অনিয়মের সাথে জড়িত ছিলেন, তার হাত থেকে রেহাই পাইনি প্রবাসী'রা পাসপোর্ট ভেরিফাই জন্য চাঁদা দাবি করতেন। আওয়ামী রাজনীতি'র সাথে জড়িয়ে গ্রামে অরাজকতা সৃষ্টি করেছেন,জানা যায় এখন আবার তিনি বিএনপিতে যোগদান করেছেন,চরলতাবাসী আর তার ক্ষমতার অপব্যবহার দেখতে চায় না।সচেতন মহলের দাবি, গ্রাম পুলিশ আমাদের সুখ -দুঃখের সাথী, তিনি আইন'র লোক হয়ে কিভাবে রাজনীতি তে সক্রিয় হন,আমরা চাই আমাদের সকল সমস্যা সমাধান' গ্রাম পুলিশ সহযোগীতা করবে তাহলে,সুন্দর গ্রাম গড়ে তোলা সম্ভব।রক্ষক হয়ে করতেন ভক্ষকএলাকাবাসীর দাবি, মেহেন্দিগঞ্জ প্রশাসন তদন্ত করে যেন তার সঠিক বিচার করেন। আমরা সুন্দর গ্রাম, চরলতা গড়ে তুলতে চাই।